রাজারহাটে অভিযোগে ভুয়া স্বাক্ষর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ :২৩-০৮-২০২৩ইং। কু্ড়িগ্রামের রাজারহাটে স্বল্প মুল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্রের ডিলারের বিরুদ্ধে ভিত্তিহীন ও ভুয়া স্বাক্ষর করে অভিযোগ প্রদানের অভিযোগ উঠেছে। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির রতিগ্রাম বাজারে গত ১৮-১৯ তারিখে চাল বিতরণে ওজনে কম দেয়ায় রাজারহাট উপজেলা প্রশাসন বরাবর ডিলার মফিজুল ইসলামের নামে অভিযোগ করেন পাঁচজন।অভিযোগকারী রওশন আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন কোন রকম অভিযোগ পত্রে আমি স্বাক্ষর করিনি।অপর স্বাক্ষরকারী রফিকুল ইসলাম ও রাজ্জাকের সঙ্গে কথা বললে তারাও একই কথা তিনি। অভিযোগে খাদিজা খাতুন নামের কার্ডধারী নেই বলে মন্তব্য করেন ডিলার মফিজুল ইসলাম।রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন আমরা যেহেতু অভিযোগ পেয়েছি তদান্তপূর্বক শুরাহা করবো।#(ছবি সংযুক্ত)

এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *