December 22, 2024, 6:11 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল তদন্ত কেন্দ্রে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।গত(২২শে আগষ্ট)২০২৩ইং মঙ্গলবার বিকালে লালমনিরহাট জেলার গোড়লের তদন্ত কেন্দ্র কালীগঞ্জ থানা কর্তৃক মাদক,জুয়া ও সামাজিক অপরাধ দমনে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
গোড়লের তদন্ত কেন্দ্র পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপারের উপস্থিতে সকলের সাথে মাদক,জুয়া ও নারী নির্যাতন সহ নানা সামাজিক অপরাধ নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার বি-সার্কেল মো.ফরহাদ ইমরুল কায়েস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার এন টিভি রংপুর মইনুল ইসলাম, বুড়িরদিঘি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোনায়ম খান, গোড়ল তদন্ত কেন্দ্র ইনচার্জ এস আই মাসুদ রানা,চলবলা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান,গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা, ফজলার রহমান, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ সহ অনেকে।
হাসমত উল্লাহ