তানোরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় কলমা পশ্চিম ও পুর্ব, কামারগাঁ উত্তর ও দক্ষিন এবং তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাংসদ প্রতিনিধি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, কামারগাঁ ইউপির (দক্ষিণ) সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, কামারগাঁ ইউপি উত্তর সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিক, সাধারণ সম্পাদক নির্মল সরকার, কলমা ইউপি পূর্ব সভাপতি আব্দুর রহিম, সম্পাদক আনোয়ার পারভেজ, কলমা ইউপি পশ্চিম সভাপতি মুনসুর রহমান, সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপির সভাপতি আব্দুল করিম, সম্পাদক আবুল হাসান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তালন্দ ইউপি যুবলীগ সভাপতি মোখলেসুর রহমান, সম্পাদক মইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা, সম্পাদক আপেল মাহমুদ, কামারগাঁ ইউপি দক্ষিণ যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক বিজয়, কামারগাঁ উত্তর সভাপতি সাফিউল ইসলাম ও সম্পাদক হায়দার আলীপ্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, তিন ইউপির যে সকল ওয়ার্ডের এখানো পুর্নাঙ্গ কমিটি হয়নি সেগুলোতে সেপ্টেম্বর মাস থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ত্ততি হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিদিন ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *