December 21, 2024, 2:27 pm
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন এলাকায় হতে ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এস আই মোঃ আবু বক্কর সিদ্দিক,ও সঙ্গীয় ফোর্সের সহ আদিতমারী থানাধীন ৬ নং মহিষখোচা ইউপির চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে অভিযান পরিচালনা কালে পলাতক আসামি রিপন মিয়া(২৮), পিতা-সাদেকুল ইসলাম, সাং-কালমাটি, থানা ও জেলা-লালমনিরহাট, এরশাদ(৩৮), পিতা-আব্দুল জব্বার, সাং-চর গোবর্ন্ধন, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট ও অজ্ঞাতনামা একজন আসামি তাদের ব্যবহৃত নৌকায় ৯০(নব্বই) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের মোকাবেলায় উক্ত ৯০ বোতল ফেন্সিডিল ও আসামিদের বব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা হয়। মামলা নং ১৪ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ) রুজু হয়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং মহিষখোচা ইউনিয়নে
চর গোবর্দ্ধন এলাকায় হতে ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্লাহ।