ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন।
রবিবার (২১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্স কল্যান শেডে অনুষ্ঠিত জুলাই/২৩ মাসের কল্যান সভায় কোতোয়ালি মডেল থানা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করলে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা।
জানা যায়, গত জুলাই মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানা এলাকায় শান্তি শৃঙ্খলারক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, তিনি গত ২০২১ সালের ১৯ আগষ্ট বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সততা, দক্ষতা ও মেধার সংমিশ্রনে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হন এবং একাধিক বার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন। কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকেও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
এছাড়াও কোতোয়ালী মডেল থানা পুলিশের সাফল্য হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকিরকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার,সর্বোচ্চ মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার হিসাবে এসআই(নি:) নিরুপম নাগ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে পুরষ্কৃর অর্জন করেন : এসআই(নি:) মনিতোষ মজুমদার, এসআই(নি:) দেবাশীষ সাহা, এসআই(নি:) রুবেল মিয়া, এএসআই(নি:) মো: ইকবাল।

Leave a Reply