December 21, 2024, 4:12 pm
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বিভিন্ন মামলায় ১জন নারীসহ ৮জনকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, রবিবার (২০ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সোলাদানা ইউপির পাটকেলপোতা গ্রামের রসুল গাজীর স্ত্রী সাবিহা বেগম, গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মদন দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ, একই ইউনিয়নের ঘোষাল গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আব্দুস সালাম, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের আরশাদ মোড়লের ছেলে দুই ছেলে সাগর মোড়ল, রাসেল মোড়ল, একই এলাকার সায়েদ আলী মোড়লের দুই ছেলে আরশাদ মোড়ল, নাজিম মোড়ল, একই ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামের আয়ুব আলী মোল্লার ছেলে বায়োজিদ মোল্লাকে আটক করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত সকল আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।