লালমনিরহাটে ৭কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাটের সদর থানা বিশেষ অভিযান চালিয়ে পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের উত্তর সাপটানা মৌজা হতে মাদকদ্রব্য ৭কেজি গাঁজা সহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

গত(১৯শে আগষ্ট)২০২৩ইং শনিবার লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দিকনির্দেশনায় এবং লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মজিবুল হাসান, এএসআই (নিঃ) মোঃ ফরহাদ আলী, এএসআই (নিঃ) আশাদুজ্জামান,ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন লালমনিরহাট পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের উত্তর সাপটানা মৌজাস্থ পুঠিমারীর দোলার বটতলা পুলিশ বক্সের সামনে হইতে ০৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামীকে হাতে নাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলেন সাইফুল ইসলাম (২৪), পিতা- মোঃ হাসেম আলী, সাং- কর্নপুর মাঠেরপাড়, ওয়ার্ড নং- ০২, ইউপি- মোগলহাট, থানা ও জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলা নং-২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (খ) রুজু করা হয়েছে।

লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ০৫নং ওয়ার্ডের উত্তর সাপটানা মৌজা হইতে ৭কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *