ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল  থানা পুলিশের অভিযানে  চোরাই ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত মুক্তাগাছার কাট বউলার আলা উদ্দিন, কাশর বউ বাজারেরর অভি ও মোঃ মিজু নামক তিন অটো চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 
শনিবার (২০শে আগষ্ট) তাদেরকে ময়লাকান্দা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহ  নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালি থানার মামলা নং- ৬২, তারিখ- ২০/০৮/২০২৩ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯  এর ৪/৫ থানায় রুজুর ৩ ঘন্টার মধ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়লাকান্দা নামক এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, মুক্তাগাছার কাট বউলার আলা উদ্দিন, কাশর বউ বাজারেরর অভি ও মোঃ মিজু।
গ্রেফতারকৃতদের কাছ থেকে  মামলার চরিকৃত ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে অপরাধ নির্মুলে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন ওসি শাহ কামাল আকন্দ।

Leave a Reply