December 21, 2024, 1:21 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনী, ষ্ট্রোক প্যরালাইসিস ও লিভার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আর্থিক অনুদানের চেক স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২০ আগস্ট রোববার উপজেলা পরিষদ চত্ত্বরে উপকারভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবিদা সিফাত ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেনপ্রমুখ।