ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অভিযোগ

পাইকগাছায় ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পঙ্কজ কর্মকার নামে এক ব্যবসায়ী। তিনি রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বলেন আমি কপিলমুনি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি ৩৫বছর যাবত কপিলমুনি বাজারের লৌহপট্টিতে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। তিনি বলেন আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি ও প্রাপ্য অংশ থেকে ফাকি দেওয়ার মানষে আমার বড় ভাই সুকুমার কর্মকার ও তার ছেলে পলাশ কর্মকার মিলে পিতা গোষ্ঠ কর্মকারের স্বাক্ষর জাল করে ভূয়া ডকুমেন্টস তৈরি করে স্বর্ণপট্টি স্কুল পজিশনের দোকান থেকে আমাকে বঞ্চিত করতে নানা অপচেষ্ঠা করছে। ফলে আমি জালিয়াতি চ্যালেঞ্জ করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। যার নং- সিআর ১৩২৩/২২। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে। এ মামলা করায় ভাই সুকুমার ও তার ছেলে পলাশ বিভিন্ন ভাবে হয়রানি সহ আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। এছাড়া কয়েকজন ব্যবসায়ী আমার বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর মিথ্যা অভিযোগ দায়ের সহ আমাকে এবং আমার পরিবারকে হুমকি অব্যাহত রাখায় থানায় জিডি করেছি। যার নং-৮১৭ তাং-১৬/০৮/২০২৩। সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পত্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্য অংশ ফিরে পাওয়া সহ হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *