December 22, 2024, 5:32 am
আবু জাহেদ,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের সিনেমা হল রোডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি অস্থায়ী কার্যালয়ে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল আল বান্নার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,মামুনুর রশিদ মামুন,সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলুল হক, উপজেলা যুব দলের যুগ্ন সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য , সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ প্রমুখ।
সভায় বক্তারা চলমান সরকারবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে গেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এসে পুলিশি বাধায় প- হয়ে যায় র্যালিটি ।
পরে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের আহব্বানে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে আসে।
আবু জাহেদ
পীলগঞ্জ ঠাকুরগাঁও ।