মিড-ডে মিলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে: তারাকান্দায় ইউএনও মিজাবে রহমত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।খোজ নিয়েছেন শিক্ষার্থীদের। শুনেছেন বিভিন্ন সমস্যার কথা। আবার সমাধানও করেছেন তাৎক্ষণিক। পরিদর্শনের অংশ হিসাবে তিনি উপজেলার ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলেও শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন ইউএনও মিজাবে রহমত। এসময় তিনি বলেন- গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করায় ঝরেপড়া রোধ করবে।

তিনি আরো বলেছেন, শিক্ষার্থীরা যেন দুপুরের খাবারের সমস্যা না হয় সেজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচী চালু করেছে সরকার। মিড–ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিশুদের পুষ্টিঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখনঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে।
আর আজ এই মিড ডে মিলে শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে আনন্দ লাগছে। এদিকে ইউএনও’র সাথে খাবার খেতে পেরে শিক্ষার্থীরাও আনন্দে উৎসাহিত হয়েছে বলে জানান শিক্ষক ও অভিভাবকরা। এই প্রথম কোন ইউএনও শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবারে অংশ গ্রহণ করেছেন বলে জানান শিক্ষকরা। মিড ডে মিলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ঝরেপড়া রোধ পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে বলে জানান ইউএনও মিজাবে রহমত।

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনাকালে ইউএনও স্কুলটির অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *