January 15, 2025, 10:53 am
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল নামে। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঝিনাইদহ শহরে জড়ো হতে থাকে। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে। এরপর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শহর ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু, শাহজাহান আলী, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক মুকুল, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম আখতার মুকুল, ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, বিএনপির একটিই দাবি, ফ্যাসিষ্ট ও মাফিয়া সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদান। ব্যাতয় ঘটলে সরকারের মন্ত্রী এমপিরা পালানোর পথ খুজে পাবে না। তিনি সেপ্টেম্বর মাস তীব্র গন আনন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।