ঝালকাঠিতে সেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।২০শে আগস্ট রবিবার বিকেল ৪টায় আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হক নান্নু সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার ভূঁইয়া রুবেল যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল,বিশেষ বক্তা মুজাহিদুল ইসলাম মুজাহিদ সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরদার মোঃ সাফায়েত হোসেন সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল। ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন বলেন
আমরা শান্তিপূর্ণভাবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে চেয়েছি সেখানে পুলিশ আমাদের প্যান্ডেল ভেঙে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করেন।পাশাপাশি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবি করেন।
অনুষ্ঠান শেষে মিছিল বাহির করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে নেতারা। সেখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *