অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে বিক্রি-প্রশাসন নিরব ভুমিকায়

হেলাল শেখঃ রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধ করলেও ভেজাল বিরোধী অভিযান না করে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় রয়েছেন। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিছু প্রতিষ্ঠান মালিককে কিছু টাকা জরিমানা করলেও যা তাই।
শনিবার (১৯ আগস্ট ২০২৩ইং) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন, ধামসোনা ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, ভেজাল ও নকল কারখানায় শিশুখাদ্যপণ্য, মিষ্টিজাতপণ্য, বেকারীজাতপণ্য ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে তা বাজারজাত করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব খাদ্যের ভেতর হাজার পাওয়ার রং ও বিভিন্ন মেডিসিন ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ বিভিন্ন কর্মকর্তা শুধু রাজধানীতে অভিযানে সার্বিক তদারকি করেন, উক্ত দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বিভিন্ন টিভি মিডিয়া, প্রিট, ও অনলাইন মিডিয়ার এবং সংবাদ কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। এই জন্য সংবাদ মাধ্যমের সবাইকে ধন্যবাদ জানান তিনি কিন্তু মফস্বলে তেমন অভিযান পরিচালনা করা হয় না। অভিযান সম্পর্কে জানতে চাইলে আব্দুল জব্বার মন্ডল বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তবে জনবল কম থাকায় সবখানে অভিযান পরিচালনা করা কঠিন বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *