January 15, 2025, 11:11 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দু’টি ককটেল ও প্রায় ৪০ কেজি ওজনের ১১টি গাঁজার গাছসহ মো: নুর ইসলাম শেখ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ রোববার (২০ আগষ্ট) সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: নুর ইসলাম শেখের বাড়ী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা গ্রামে।
র্যাব-৬ জানায়, কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামে গাঁজার গাছ চাষাবাদ ও ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৬। এসময় ওই গ্রামের একটি বাড়ী থেকে মাদক ব্যবসায়ী মো: নুর ইসলাম শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার বসতঘরে তল্লাশী চালিয়ে দু’টি ককটেল এবং ৪০ কেজি ওজনের ১১টি গাঁজার গাছ উদ্ধার করে।
র্যাব-৬ আরো জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। #