September 17, 2025, 9:01 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নর্থবেঙ্গল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
আজ রোববার (২০ আগষ্ট) দুপুরে সংগঠনের সভাপতি নাজমুল হক সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় শামসুল আলম সেতু, খায়রুজ্জামান কামাল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উত্তর বঙ্গের ১৬ জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত এই ঢাকাস্থ নর্থবেঙ্গল সাংবাদিক ফোরাম। #