আগৈলঝাড়ায় ইউএনও’র কাছে অভিযোগ দেয়ার ৫ ঘন্টার মধ্যে সরকারি জায়গার স্থাপনা উচ্ছেদ

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেওয়ার ৫ ঘন্টার মধ্যে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলার মোল্লাপাড়া গ্রামের মনিশংকর সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানান, মোল্লাপাড়া বাজারের কাছে একটি সাকো ভেঙ্গে মৃত খগেন্দ্রনাথ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং মৃত বিশ্বেশ্বর মন্ডলের ছেলে বিনোদ মন্ডল সরকারি জায়গা দখল করে খালের মধ্যে দোকানঘর নির্মাণ করছে। সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান মনিশংকর সরকার।
লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন তাৎখনিক ভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের মাধ্যমে অবৈধ স্থাপনা তৈরি না করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের কথা না শুনে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ স্থাপনা তৈরি করতে থাকেন।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন শুক্রবার দুপুরে সরকারি খাল দখল করে নির্মাণ করা দোকান ঘর ভেঙ্গে দেন। এসময় সরকারি জায়গায় আর কখনো অবৈধ স্থাপনা তৈরি করবেনা মর্মে প্রশান্ত হালদারের কাছ থেকে মুচলেকা রাখেন।
অভিযানের সময় আগৈলঝাড়া থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *