সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দল থেকে সাময়িক বহিস্কার নিয়ে ছাত্রলীগ নেতার ষ্ট্যাটাস

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস স্ট্যাটাস দেয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার নিয়ে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেছেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ।

জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে কমেন্টে তিনি লেখেন, আমি কাশিয়ানী থানা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। আমি একজন মুসলিম হিসাবে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এ কারণে যদি আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তবে করুক। আমি গর্বিত আমি মুসলিম।

এরপরই তাকেসহ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিস্কারের পরপরই নিজের পক্ষে যুক্তি তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই ছাত্রলীগ নেতা সোহাগ শরিফ।

তিনি লেখেন, এই কমেন্ট করার জন্য আমাকে কাশিয়ানী থানা ছাত্রলীগের আমার উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একজন মুসলিম হয়ে আরেক মুসলিম মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না-লিল্লাহ পড়া এবং তার জন্য দোয়া করা কি অপরাধ?? এবং ছাত্রলীগের বহিষ্কারের কোন শর্তে লেখা আছে যে মৃত ব্যক্তির পরকালের জন্য দোয়া করলে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা হবে এবং তাকে বহিষ্কার করা হবে?? মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি করা কতটা যৌক্তিক? একটা কথা মনে রাখবেন ধর্মের থেকে রাজনীতি বড় নয়।

তিনি আরো লেখেন, আজ আমি আপনি রাজনীতির কারনে ছাত্রলীগ আছি কাল যুবলীগ এরপর আওয়ামিলীগ এভাবে দলের পরিবর্তন হবে কিন্তু ধর্ম তো একটাই আমার ইসলাম, ইসলাম ধর্মে জন্ম নিয়েছি আর ইনশাআল্লাহ ইসলাম ধর্মে থেকেই মারা যাবো। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) আমাদের শিক্ষা দিয়েছেন যে, যদি তোমার শত্রুরও মৃত্যুর খবর পাও তবে তার জন্য দোয়া করো। রাজনীতিতে এসে যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারি তাহলে এই রাজনীতি দিয়ে কি করবো। তবে যতদিন আছি দেশের।
মানুষের জন্য নিজ থেকে যতটুকু পারি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

এর আগে, শুক্রবার (১৮ আগষ্ট) কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইমন সরদার ও নিজামকান্দি ইউনিয়ন সভাপতি মো: সোহাগ মোল্যাকে সাময়িক বহিস্কারের জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কায্যকালাপে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হলো।

আরো বলা হয়, সেই সাথে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আজাদ হোসেন মৃধা বলেন, জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষ্ট্যাটাস দেয়। ফলে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ওই ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্যও সুপারিশ করা হয়েছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *