January 15, 2025, 8:49 am
খাইরুল ইসলাম মুন্না
আজ ১৯ আগস্ট, বিশ্ব মানবিক দিবস ২০২৩
উদযাপন উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় পরিক্ষার আয়োজন করেছে বাকেরগঞ্জ উপজেলার উদ্দীপ্ত যুব সংগঠন। কলসকাঠি ইউনিয়ন পরিষদে আয়োজন টি করা হয়। সকাল ৯:৩০ মিটিতে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এর রক্তের গ্রুপ টেস্টের মাধ্যমে
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, গন্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ সহ অত্র ইউনিয়নের জনগন। সংগঠনটির এ উদ্যোগের মাধ্যমে ২০০ শতাধিক মানুষ বিনা মূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করতে পেরেছন। আগতরা জানায় তারা বিনামূল্যে পরিক্ষা করতে পেরে আনন্দিত।
সংগঠনের বর্তমান সভাপতির শান্তা ইসলাম বলেন ” ইউনিয়ন পর্যায় অনেক মানুষ আছেন যারা নিজের রক্তের গ্রুপ জানেন না। ফলে কারো রক্তের প্রয়েজন হলে কেউ এগিয়ে আসতো না। এ উদ্যোগের মাধ্যমে আমরা ২০০ এর বেশি মানুষের রক্তের গ্রুপ পরিক্ষা করেছি এবং গ্রুপ টি নির্নয় করে তাদের কে জানিয়েছি। আমি আশা করি তারা কখনও রক্তের প্রয়োজন হলে একে অপরকে রক্তদান করে সহযোগীতা করবেন।
দুপুর ২ ঘটিকায় চেয়ারম্যান এর দিক নির্দেশনা মুলক বক্তব্যের মধ্যদিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে