January 15, 2025, 11:20 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৬। এসময় একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শনিবার (১৯ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশকের বাড়ী কাশিয়ানী উপজেলায়।
র্যাব-৬ জানায়, মাদকের বেচা কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ওই স্থানে র্যাবের অবস্থান টের পেয়ে পালানো চেষ্ঠা করে মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ।
পরে ধাওয়া করে আকাশকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছি। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর গ্রেফতারকৃত আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। #