December 30, 2024, 5:20 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর উপজেলা প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের, জল্লা পীরের পাড়,ভাউধর ও মাদ্রা গ্রামের ১৫০ একর জমি নিয়ে নির্মিত সততা মৎস্য খামারে গত কয়েক মাসে একটি সঙ্গবদ্ধ চোর চক্র নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ও সততা মৎস্য খামারের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ইউসুফ মাস্টার, সদস্য জাহাঙ্গীর হোসেন সহ একাধিক মৎস্য খামারি জানান, চলতি মৌসুমে স্থানীয় জমি মালিক ও কৃষক মিলে সততম সততা সামাজিক মৎস্য খামার হিসেবে প্রায় দেড় কোটি টাকা খরচ করে মৎস্য চাষ শুরু করে। কিন্তু একটি অজ্ঞাত চোর চক্র গত কয়েক মাসে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে প্রায় দশ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। খামার মালিকরা জানান, ১৮ আগস্ট শুক্রবার ভোর রাতে নিয়মিত মৎস ঘেরে পাহারা দেওয়ার সময় বিশাল আকারের চায়না দুয়ারি জাল নজরে আসে এবং জাল আটক করলে সে জলে প্রায় ২ মন মাছের পোনা ধরা পড়ে। এ বিষয়ে উপজেলা মৎসক কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন চায়না দুয়ারী ও চায়না জাল নামে সরকার ঘোষিত নিষিদ্ধ কোন জাল ক্রয় বিক্রয়,মজুদ উৎপাদন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। সু নির্দিষ্ট অভিযোগ পেলে, ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে অবৈধ জালের বিরুদ্ধে উজিরপুর উপজেলা মৎস্য অধিদপ্তর সবসময় সর্বদা সজাগ। একই সাথে আমাদের অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ বিষয়ে মডেল থানার মোহাম্মদ কামরুল হাসান জানাল, মৎস্য চুরির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।