January 15, 2025, 2:48 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান সিআইপি ইঞ্জিনিয়ার আবু নোমান বলেছেন, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) তৃণমূল মানুষের সাথে আমি মিশে রয়েছি এবং তারাও আমার সাথে মনে প্রাণে মিশে আছে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আমাকে মেনানয়ন দেয় তাহলে আমি এলাকার উন্নয়নে কাজ করবো।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সর্বপ্রথম আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমা এলাকায় কল কারখানা তৈরী করতে চাই যাতে এলাকায় শিল্প উন্নয়ন হয় সেই সাথে এলাকায় বেকারত্বের হার কমে। ভোলার গ্যান নিয়ে কাজ করতে চাই।
এরআগে, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন)আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান সিআইপি ইঞ্জিনিয়ার আবু নোমান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। এসময় লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: হোসেন হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক রিয়াদ হোসেন হান্নান সহ লালমোহন-তজুমদ্দিনের আওয়ামলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #