January 15, 2025, 5:45 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে ১৭ আগস্ট বিএনপি-জামাতের ৪ দলীয় জোট সরকার আমলে সারা দেশে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে প্রতিবাদ সভা শেষে নিহতদের স্বরণে দোয়ানুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,উপজেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি সমীরন সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সাবেক নেতা সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল চন্দ্র বৈরাগী, স্নেহেন্দু বিকাশ, যুবলীগের সাবেক সভাপতি এসএম শামসুর রহমান, সাবেক যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজু,জগদীশ রায়,সহকারী অধ্যাপক মশিউর রহমান, গৌরাঙ্গ মন্ডল, মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,সাবেক ছাত্রলীগ নেতা দীপঙ্কর মন্ডল, মাহমুদ,রিপন,ছাত্রলীগ সম্পাদক ফাইমিন সরদার, প্রসুন রায়,মিথুনসহ অনেকে।