January 15, 2025, 1:44 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে আলোচনা সভা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় সুজানগর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় ভবানীপুরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক তোরাপ হোসেন,ইয়াকুব প্রামানিক,সদস্য বাবু খন্দকার, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ, হযরত আলী, রশিদ সরদার,আব্দুল মজিদ, রুবেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান, সদস্য সচিব আব্দুল মজিদ, যুগ্ন আহ্বায়ক রকি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রইচ বিশ্বাস, স্বেচ্ছাসেবকদলের নেতা শফি,সিদ্দিক ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক বাবু খান প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে এবং সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজাহান আলী।
এম এ আলিমরিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি