January 15, 2025, 11:36 am
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মোবারক আলী চক্ষু হাসপাতালে চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার হাসপাতাল প্রাঙ্গনে মোবারক আলী চক্ষু হাসপাতাল কমিটির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে ও মোজাহারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, সাবেক এমপি ও ট্রাষ্টি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম রব্বানি, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির পরিচালক ফয়জুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, মোবারক আলী ট্রাষ্টের সদস্য মো. রহমত আলী, মো. রেজাউল করিম রাজা, মো. আইয়ুব আলী, মো. রুহুল আমিন, মো. মোকাদ্দেস হায়াত মিলন, মো. আবু জাহেদ, মো. ফারুক হোসেন, মো. আতিক, মো. আরিফ।
মো. আবু জাহেদ পীরগঞ্জ, ঠাকুরগাঁও