সোনারং তরুছায়া`য় বঙ্গবন্ধু শেখ মু‌জিব রহমান এর ৪৮ তম প্রয়াণবা‌র্ষিকী পা‌লিত

লিটন মাহমুদ মুন্সিগঞ্জ, ১৫ ‘ই আগষ্ট মঙ্গলবার সকা‌লে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বৃক্ষ, সংস্কৃতি ও সাহিত্য কেন্দ্র সোনারং তরুছায়ার সংস্কৃতজন আলী যাকের চত্বরে হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙা‌লি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৮ তম প্রয়াণবা‌র্ষিকী পা‌লন করা হয়।

এ‌সময় বৃক্ষ, সাহিত্য ও সংস্কৃত কেন্দ্র সোনারং তরুছায়ার নির্বাহী পরিচালক কাজী হাসান এর উপস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বৃক্ষ, সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র সোনারং তরুছায়ার অগ্রগণ্য পৃষ্ঠ‌পোষক গজা‌রিয়া উপজেলার কৃ‌তি সন্তান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রনালয়ের প্রকল্প প‌রিচালক প্রকৌশলী মোঃ মামুনুর র‌শিদ।

এছাড়াও অতিথি হিসাবে আরও উপ‌স্থিত ছি‌লেন এড. ইব্রা‌হিম খ‌লিল, বিশিষ্ট শিল্পপতি মোঃ দিদার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ সুমন প্রধান, ল্যা‌ন্ডোভারী হাই স্কুল এর প‌রিচালক ও সহকারি শিক্ষক সাইদ সরকার, গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর রেজিস্ট্রার ও স্থানীয় সাংবাদিক ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল, জিস্ট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর চিফ ইন্সট্রাক্টর রিফাত শিকদার ও গজারিয়া উপজেলার শ্রমিক লীগ নেতা মোঃ হুমায়ুন কবির।

হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙা‌লি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৮ তম প্রয়াণবা‌র্ষিকী ও শোকাবহ ১৫’ ই আগষ্ট উপলক্ষ্যে বৃক্ষ, সংস্কৃতি ও সাহিত্য কেন্দ্র সোনারং তরুছায়ায় গজারিয়া উপজেলার বিভিন্ন বিদ্যায়তনে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরন ও বই প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মামুনুর রশিদ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নি‌বেদন ক‌রে তা‌দের জীবনধারা ও ক‌র্মপরিধির ওপর নানামূখী বক্তব্য আ‌লোকপাত ক‌রেন। তি‌নি শিক্ষার্থী‌দের বঙ্গবন্ধ‌ুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগা‌রের রোজনামচা বই‌টি পড়ার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর জীবনী পাঠে তার জীবন সংগ্রাম ও আদর্শকে অনুধাবন ক‌রে শিক্ষার্থীদের জীব‌নের চলার পথ‌কে সহজ কর‌তে পার‌ে।

এসময় তিনি আগত শিক্ষক শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের নিয়ে ১৫ ই আগস্ট স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করেন।

সভাশেষে উপস্থিত গজারিয়া উপজেলার স্থানীয় বিদ্যাপিঠ
জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট, ল্যান্ডোভারী হাইস্কুল,আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থী‌দের হা‌তে পরিচর্যার জন্য গা‌ছের চারা ও পড়ার জন্য বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লিখা বিভিন্ন বই বিতরন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *