January 15, 2025, 9:59 am
এম এ আলিম রিপন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। । মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে¡ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সহ উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।