January 15, 2025, 10:07 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫আগষ্ট) দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয় ছিল শোকাবহ আগস্ট ও পৃথিবীর নিকৃষ্টতম ইনডেমনিটি অধ্যাদেশ। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
আলোচনা সভায় তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে এই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের রক্ষার জন্য খোন্দকার মুশতাক সরকার পৃথিবীর নিকৃষ্টতম আইন ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। যাকে কালো আইন বলে অবহিত করা হয়। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতা এসে এই কালো আইন বাতিল করে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার কাজ শুরু করে দোষীদের ফাঁসির আওতায় আনেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি কোরআন খতম, ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।
পরে চেয়ারম্যান এমদাদুল হক আরমান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ১নং অষ্টধার ইউনি আওয়ামী লীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্যে সকলকে জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে ইউনিয়নবাসীকে আহবান জানান।