January 15, 2025, 6:07 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
আজ বুধবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখার কর্মকর্তাবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের এবং প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানসমূহ পরিদর্শন করেন।
এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক সৈয়দ শামিম আল আজাদ, সহকারী শাখা ব্যবস্থাপক মো: আব্বাস আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #