ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামী লীগ, নৌ-পুলিশ, লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, টেকনিক্যাল কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার, বাংলাদেশ পানি উন্নয়ন বোড, সাব রেজিস্ট্রি অফিস, সোনালী ব্যাংক, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, মফস্বল সাংবাদিক ফোরাম, উত্তরণ, এ্যাওসেড, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মৌচাক সাহিত্য সংসদ, দি রাইজিং সান প্রি-ক্যাডেট হাইস্কুল, ইউনিভার্স্যাল এডাস স্কুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, যুব ঋণের চেক ও চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সাহেব আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, নৌ-পুলিশের এসআই মিন্টু হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
পাইকগাছায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, এসএম শামছুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যাপক মসিউর রহমান, ময়না বেগম, কাজী জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এ্যাডঃ আবুল কালাম আজাদ, এমএম আজিজুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজু, শেখ রাজু আহমেদ, আকরামুল ইসলাম, কেডি বাবু, দীপংকর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা আবির আক্তার আকাশ, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, সাব্বির হোসেন ও অহিদুজ্জামান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, লোনাপানি কেন্দ্রের ইমাম মাওঃ রইসুল ইসলাম।
Leave a Reply