জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক কুর্শা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
জাতীয় শোক দিবস উপলক্ষে তিন কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

তারই ধারাবাহিকতায় (১৫ ই আগস্ট ) মঙ্গলবার নীলফামারী যোনের তারাগঞ্জ এরিয়ার কুর্শা গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে সদস্যদের মাঝে ১৫ই আগস্ট ১৬ হাজার ২৯৬ টিসহ মোট ৪৪ হাজার ৯ শত টি গাছের চারা বিতরণ করা হয়।

কুর্শা শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী যোনের তারাগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ভারপ্রাপ্ত মোঃ লিটন হোসেন হাওলাদারসহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *