January 15, 2025, 6:32 am
বি এম মনির হোসেনঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট হত্যা কান্ডের মাস্টার মাইন্ড সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের মরেনোত্তর বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্যদিয়ে ১৫আগষ্ট ৪৮তম জাতীয় শোক দিবস মঙ্গলবার পালিত হয়েছে।জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসব্যাপি কোরান খতম শেষে ১৫ আগস্ট মঙ্গলবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয়, শোক পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী, কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে ১৫আগষ্ট মঙ্গলবার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ ও শোক র্যলী অনুষ্ঠিত হয়। শোক র্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ অন্যন্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৫আগষ্ট ঘাতকের বুলেটে জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হকসহ অন্যান্য হাফেজদের পরিচালনায় দোয়া-মোনাজাত শেষে কলেজ মাঠে তবারক বিতরণ করা হয়।দোয়া-মোনাজাতে উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একই দিন বাদ আছর উপজেলার সেরাল গ্রামে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাস ভবনে বরিশাল জেলা কৃষক লীগের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।দোয়া মিলাদে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, মরহুমের পরিবার স্বজনেরা ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।