January 15, 2025, 1:54 pm
রিপন ওঝা,মহালছড়ি
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।
আজ সকাল ৮.০০ঘটিকার সময়ে কালো ব্যাজ ধারণ করে
দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, দলীয় অফিসে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ, উপজেলা টাউনহলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ,
দলীয় অফিস হতে শোকর্যালী শুরু হয়ে টাউনহলে উপস্থিত হয়ে আলোচনা সভা ও বিভিন্ন মসজিদের ইমামদের উপস্থিতিতে দোয়া মাহফিল করা হয়।
উক্ত এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল এবং অসাধারণ শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, মহিলা যুবলীগ সভাপতি সুইনাচিং চৌধুরী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বক্তব্যে বলেন আজ ১৫আগস্ট ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের এমন আত্মত্যাগ। পৃথিবীর ইতিহাসে অত্যেন্ত বিরল ন্যাক্কারজনক কলঙ্কের ইতিহাস। জাতির ইতিহাসের এমন শোক প্রকাশ করার কোন ভাষা নাই। তাই এই শোককে শক্তিতে রুপান্তর করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর দিকনির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের একান্ত সাংগঠনিক পরামর্শে খাগড়াছড়ি আসন যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি।