January 15, 2025, 4:53 am
মশিউর রহমান,
হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইজারাদারের দৌরাত্ম্যে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মাঝে বিরাজ করছে ক্ষোভ। ইজারার শর্ত ভঙ্গ করে ব্যক্তিগত মাছ বাজার বসিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন আব্দুল মালেক নামের ইজারাদার। অথচ আবহমান কাল হতে এখানে রয়েছে সরকারি মাছ বাজার। স্থানীয় প্রভাব বিস্তার করে বাজার কমিটিকেও তোয়াক্কা করছেন না ইজারাদার। এতে ইজারাদারের হাতে নাজেহাল হচ্ছেন সাধারণ ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণ। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বাজার কমিটির পক্ষ হতে ব্যক্তি মালিকানা মাছ বাজার সরকারি বাজারে স্থানান্তর ও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আবেদন করার এক মাসেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি উপজেলা প্রশাসন। এতে চরম উত্তেজনা বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে।
এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি ডাঃ মাহমুদুল হোসেন ইউসুফ জানান, কমিটির নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীদের সাথে আলোচনাক্রমে সর্বসম্মতিভাবে ব্যক্তিগত মাছ বাজার সরকারি বাজারে বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু ইজারাদার এ সিদ্ধান্তে ব্যক্তিগত মাছ বাজার সরকারি বাজারে স্থানান্তরে অসম্মতি জানান।
একই কথা বলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন চুনু মিয়া। তিনি বলেন, বিষয়টি লিখিতভাবে বাজার কমিটির পক্ষ হতে গত ৪ জুলাই বাহুবল উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। এ প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) কে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ সাধারণের সাথে কথা বলে জানা গেছে, ইজারাদার আব্দুল মালেক স্থানীয় প্রভাব খাটিয়ে সরকারি মাছ বাজার থাকা সত্বেও তিনি ব্যক্তিগত মাছ বাজার বসিয়ে কায়দা লুটছেন। এই অবৈধ বাজারের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করছেন।
নিয়মনীতির তোয়াক্কা না করে ঐতিহ্যবাহী বাজারে আগত ক্রেতা সাধারণ ও ক্ষুদ্র যানবাহন থেকে অবৈধবাবে টোল আদায় করছেন ইজারাদার । এ নিয়ে প্রতিদিন অপ্রীতিকর ঘটনা ঘটছে উক্ত বাজারে।
এব্যাপারে জানতে ইজারদার আব্দুল মালেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।