January 15, 2025, 4:58 am
ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অফসিজন তরমুজ চাষ প্রদর্শনীর দেলুটি ইউনিয়ন পরিষদের হাটবাড়ি ব্লকে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি করেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম। ।উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তৃতা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু উত্তম কুমার কুণ্ডু, ফয়সাল আহমেদ ও প্রদর্শনী প্রাপ্ত কৃষক রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ ও মৃনাল সরকার্। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ।
প্রদর্শনী প্রাপ্ত কৃষক রবীন্দ্রনাথ ঘোষ,বলেন তার ৫০শতাংশ জমিতে তিনি এবার অফসিজনের তরমুজ চাষ করেছেন। ৫০শতাংশ জমিতে সরকারী প্রদর্শনীর সহযোগিতা ছাড়াও তার খরচ হয়েছে সাইত্রিশ হাজার টাকা।এই জমিতে তিনি তিন দফায় ফল সংগ্রহ করতে পারবেন। প্রথমবার তিনি ৫২০টি ফল সংগ্রহ করতে পারবেন, দ্বিতীয় বার ৭৪০টি এবং তৃতীয় বার ৪৮০ টির মত ফল সংগ্রহ করতে পারবেন।ফলের ওজন ৪কেজি হতে ৯ কেজি পর্যন্ত হয়েছে।প্রথম সংগ্রহের ফল তিনি ৫৫ টাকা কেজি দরে বাজারে বিক্রয় করতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে তিনি আশা করছেন তিনি এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা বিক্রয় করতে পারবেন।
অফসিজন তরমুজ চাষে তাকে উপজেলা কৃষি অফিসার ফিয়াক সেন্টার বিসিয়াইসি সার ডিলার, বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।