January 15, 2025, 7:39 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট্ ইউপির বস্তী খাটামারী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ২জন কে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।
গত ১৪ আগষ্ট ২০২৩ইং সমবার লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ইসমাইল হোসেন,এএসআই (নিঃ)/আঃ বারী,কং-৮২/মোঃ বেলাল হোসেন,কং-৮১/ রাশেদ,কং-৪৭৯/ময়েজ উদ্দিন, কং/ রেজাউল, কং/রবিউল ও কং/ আশরাফুল, এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের সদর থানাধীন কুলাঘাট্ ইউপির বস্তী খাটামারী গ্রামস্থ জনৈক শ্রীঃ সুবাস চন্দ্র (৫০),পিতা-মৃত সুরেন,সাং-বস্তী খাটামারী এর আবাদী জমির পূর্বে হবিবরের মোড় হতে আলোকদিঘী গ্রাম গামী পাঁকা রাস্তার মধ্যে থাকা কালভার্ট এর দক্ষিণ পার্শ্বস্থ পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ (২২),ও আসামী মোঃ আরিফুল আহাদ বাবু (৩৮),দ্বয়ের নিয়ন্ত্রণ ও হেফাজত হতে আটক মোটর সাইকেল এর তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন।এতদসংক্রান্তে লালমনিরহাট সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ।
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুলাঘাট্ ইউপির বস্তী খাটামারী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেন ডিবি পুলিশ।
হাসমত উল্ল্যাহ