January 15, 2025, 10:56 am
বানারীপাড়া ( বরিশাল ) সংবাদদাতা।। সোমবার ১৪ আগস্ট সকাল ১১ টায় উপজেলা সমাজ সেবার এবং প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতর লক্ষে বিভিন্ন উপকরন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার মামুন, সমাজসেবা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মিনি আক্তার, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রার) ইসমাত আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল প্রমূখ। অনুষ্ঠানে ২৫ জনকে ভ্যানগাড়ী, দুইটি ছাগলসহ ঘর, চায়ের দোকানের উপকরণ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।