January 15, 2025, 5:26 am
ষ্টাফ রিপোর্টারঃ
চাওয়া-পাওয়ার হিসাবে বাদ দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে ময়মনসিংহের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
সোমবার (১৪ আগষ্ট ) সন্ধ্যায় ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় সুন্দর মহলে নগরীর ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আব্দুল আউয়াল সেলিম বলেন, নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই জাতীয় পার্টির কর্মী,বেগম রওশন এরশাদ এমপির সৈনিক। আমাদের নেতা পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনি বেগম রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ যতদিন বেঁচে আছেন তাকে ছাড়া আর কেউ অপরিহার্য নয়। অতীতের সব কলহ ভুলে গিয়ে জাপা পরিবারে সন্তান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন-অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া-পাওয়া একটাই বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে আলোকিত ময়মনসিংহকে সমুজ্জ্বল রাখা। আমাদের টার্গেট হচ্ছে, অশুভ সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা।
তিনি বলেন, ময়মনসিংহ সদর আসনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি পুনরায় নির্বাচিত না হলে এ ময়মনসিংহ একশ বছর পিছিয়ে যাবে। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কে রওশন এরশাদ এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ঐক্যের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, আমাদের এক ও অভিন্ন থাকতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। ঐক্যবদ্ধ জাপাকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না।
মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার, নুর মোহাম্মদ নুরু,এড আব্দুল কাইয়ুম,সাব্বির হোসেন বিল্লাল,শাহজাহান মিয়া, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবজাল হোসেন হারুন প্রমুখ।