জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশের বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহজুড়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা করছে পুলিশ। জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নির্দেশনায় ময়মনসিংহের সর্বত্রই বিশেষ নিরাপত্তার এই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হওয়া এই অভিযান চলবে সোমবার (১৫আগস্ট) পর্যন্ত।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং সোশাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২ থেকে ১৫আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে । জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সে লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকাভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো জানান, কোতোয়ালী মডেল থানার আওতাভুক্ত ময়মনসিংহ মহানগরের সকল আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম করা হয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করা হয়েছে এবং জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার পক্রিয়ায় আনা হয়েছে। কোনো সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী যেন নগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠানে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনাও করা হয়েছে।

নগরের প্রতিটি ফাঁড়ি ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদ পূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট ফাড়ি ইনচার্জদের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা শাখায় জানাতে বলা হয়েছে।

নিরাপত্তার বলয় জোরদার করার লক্ষে ১৫ আগষ্টকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন জায়গা ফোর্স নিয়ে পরিশর্দন করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *