July 3, 2025, 11:32 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ০২.৩০ হতে ০৩.০০ ঘটিকার সময় মাদক অধিদপ্তর গাইবান্ধা কর্তৃক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সরকারপাড়া গ্রামস্থ বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাশ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মাদক কারবারি মোঃ ফারুকুল ইসলাম(২৮), ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে আব্দুল আজিজ(৩০) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের নিকট হতে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ-১২/০৮/২০২৩ ইং।
পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।