January 15, 2025, 9:49 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের মহারাজা রোড় এলাকায় অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
শনিবার (১২আগষ্ট) সন্ধ্যা ০৭.২০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানার মহারাজা রোড় এলাকায় এই অভিযান চালায় পুলিশ।এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- মহারাজা রোড এলাকার নুরুল ইসলামের পুত্র শামসুল ইসলাম রাসেল, নগরীর মেডিকেল গেইট পুরাতন বাঘমারা এলাকার ইউছুফ আলীর পুত্র মোঃ শরীফ আলী।
কোতোয়ালী মডেল থানার সুত্র জানায়- জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নির্দেশ মোতাবেক অফিসার ইনচার্জ ওসি শাহ-কামাল আকন্দ (পিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এসআই (নিঃ) – নিরুপম নাগ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) – আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) -সুজন চন্দ্র সাহা, কনস্টেবল – জোবায়েদ হোসেন চৌধুরী, কনস্টেবল – মিজানুর রহমান সহ পুলিশের একটি অভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গ্রেফতাররা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য এনে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়ের করা হয়েছে। তিনি জানান মাদক নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।