January 15, 2025, 4:58 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় বরগুনার বেতাগীতে শোভাযাত্রা, সচেতনতামূলক প্রচারনা, কর্মশালা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
শনিবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় বেতাগী উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতামূলক প্রচারণা ও শোভাযাত্রা শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গার্লস স্কুল এন্ড কলেজে মিলনায়তনে সংগঠনের সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অংশগ্রহণ করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট, বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি,বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ও রেড ক্রিসেন্ট দল,বরগুনা জেলা ন্টয়ার ফর বাংলাদেশ, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ গার্লস ইন গাইড ও উপজেলা এনসিটিএফ।
গ্রিন পিস সোসাইটির বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে ও এনসিটিএফ সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, পৌর সভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোঃ ইছা, থানার অফিসার ইনচার্জ আনোয়ারা হোসেন, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম হাওলাদার ও নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার,সংগঠনের প্রতিনিধি মো:সোহেল মীর,ইমরান হোসেন,সুমন মিয়া,মোঃ ইমামা, আরিফুল ইসলাম মান্না, মোঃ ইমাম, মাইনুল ইসলাম তন্ময় মহামুদ হাসান অমিক, জেরিন,মুবিন,মারুফ রেজা প্রমুখ।