ঝালকাঠির নলছিটি সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে একদিনে বদলি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে একদিনে পৃথক পৃথক আদেশে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। ১৩ আগস্ট রোববার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ এ তথ্য জানা গেছে।

বদলি আদেশ সূত্রে জানাযায়, নলছিটি সমাজ সেবা কার্যালয়ে কর্মরত তিন কর্মচারী যথাক্রমে, কারিগরি প্রশিক্ষক মোসা. ফৌজিয়া খানম, মোসা. তাছলিমা বেগম ও নৈশ প্রহরী মো. ফারুক হোসেন কে ১৩ আগস্ট নলছিটি কার্যালয় থেকে অব্যাহতি নিয়ে বদলিকৃত কর্মস্থল (ঝালকাঠি সদর উপজেলা) যোগদান করবেন। অন্যথায় ১৪ আগস্ট থেকে সরাসরি অব্যাহতি বলে গণ্য হবে। নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্ধারিত তারিখের মধ্যে ঐ তিন কর্মচারীকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করা হল।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নলছিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ঐ তিন কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন একাধিক সেবাগ্রহীতা। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বদলি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *