গৌরনদীতে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির সরদার গ্রেফতার

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদীতে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কালাম হোসেনের নেতৃত্বে সংগিও এ এস আই এস এম আসাদুল ইসলাম, এ এস আই মোঃ আমিনুল ইসলাম, এ এস আই হুমায়ুন কবির, এ এস আই মোঃ ইমরান নাজির দয় দের নিয় উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রামের অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ওই গ্রামের মৃতঃ সফেজ উদ্দিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির সরদারকে তিন কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১২ আগষ্ট বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। এঘটনায় গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ১২ আগষ্ট রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাকিরকে ১৩ আগষ্ট সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। এব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আরো বলেন, জাকির এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাকে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ও মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *