দেশের সার্বিক উন্নয়নের জন্য সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করতে হবে। জেলা প্রশাসক শামীম আহমেদ

মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মাট বাংলদেশ গড়ার। কোন শ্রেণির মানুষকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ পিছিয়ে পড়া দরিদ্র মানুষকে এগিয়ে নিতে, তাদের দুঃখ কষ্ট কিছুটা ভাগাভাগি করে নিতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আপনাদের জীবনমানের উন্নয়ন হবে। যতই কষ্ট হউক আপনাদের ছেলে মেয়েদের লেখা পড়া করিয়ে মানুষের মত মানুষ করতে হবে। বড় হয়ে বাবা মাকে সাহায্য করতে হবে। শিক্ষকদের প্রতি, গুরুজনদের প্রতি সম্মান করতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সবাই একসাথে কাজ করবো, ইনশাল্লাহ।

আজ (১২ আগস্ট) শনিবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি জয়া পেরেরা, আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসগর আলী, বিজিবি কর্মকর্তা, ইউপি সদস্যসহ সুধিজন উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়, নির্বাচনী কেন্দ্র পরিদর্শন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *