জঙ্গিবাদ দূরীকরণে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: ময়মনসিংহে আসাদুল্লা চৌধুরী

ষ্টাফ রিপোর্টার
দেশ থেকে জঙ্গিবাদ দূরীকরণে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে জানিয়ে পুলিশের এন্টিটেররিজম ইউনিটের ঢাকা এর অতিরিক্ত ডিআইজি আসাদুল্লা চৌধুরী, পিপিএম (সেবা) বলেছেন, ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান নেই। অথচ আন্তর্জাতিক ও দেশের মধ্যে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের কাজ করেছে তারা ধর্মকে ব্যবহার করে কাজ করেছে। তারা মানুষের কাছে ভুল বার্তা দিয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে এই ভুল বার্তা থেকে বের হয়ে আসতে পারে সেজন্য মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের (আলেম উলামা) ভূমিকা রাখতে হবে। আমাদের সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ।

বুধবার সকালে মোমেনশাহী ডি এস কামিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশে জঙ্গিবাদের আবির্ভাব ও প্রতিরোধ বিষয়ক গবেষণামূলক অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা (আলেম উলামারা)বিভিন্ন সময়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বয়ান দেন। যা মানুষের হৃদয়ে দাগ কাটে। আমরা ১০টা কথা বললে মানুষের কাছে যতটুকু গ্রহণযোগ্যতা পায়, আলেম সাহেব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখা করলে তা দশবার বলার চেয়ে একবারে বলাতেই কাজ হয়।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদ যে সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই সময়ে আমি বিভিন্ন জেলায় ইমাম ও আলেম সাহেবদের নিয়ে মিটিং করেছি। জঙ্গিবাদের আলেম ও ইমামদের ভূমিকা রাখার আহবান জানিয়েছিলাম। কারণ ইসলাম শান্তির ধর্ম।

দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, সকল অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। তবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার প্রিন্সিপাল ড.ইদ্রিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স,এর
এন্টিটেররিজম ইউনিট, ট্রেনিং শাখার পুলিশ সুপার,
শিরিন আক্তার জাহান, সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *