মহেশপুর মেহগনি গাছ কে কেন্দ্র করে উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত দত্তনগর বীজ উৎপাদন খামারের আওতাধীন গোকুলনগর কৃষি খামারের পুকুর পাড়ের ঝড়ে পড়ে থাকা মেহগনি গাছ কে কেন্দ্র করে উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথের বিরুদ্ধে শুরু হয়েছে ষড়যন্ত্র।
জানাগেছে গোকুল নগর খামারের নিকটবর্তী দত্তনগর সরকারি প্রথামিক বিদ্যালয়ের সামনে পুকুর পাড়ে ২ টি মেহগনি গাছ পড়ে ছিল। ইজাদাররা পুকুরটি মাছ চাষের উপযোগী করতে গেলে গাছ দুটি পুকুরের পানির মধ্যে পড়ে কাদার ভিতর আটকে যায়। কিছু ডালপালা ও গাছের গুড়ি কেটে পুকুর পাড়ে তোলা হয়। এবং কিছু ডাল কেটে পুকুর পাড়ের পাইলিং করা হয়। আর এতে বিধি রাম সেজে বসেন খামারের যুগ্ম পরিচালক এ কে এম কামরুজ্জামান। তিনি কোন তদন্ত না করেই শোকজ চিঠি দেন খামারের উপ পরিচালক সঞ্জয় দেবনাথকে। এবং একই চিঠি বি এ ডিসির অতিরিক্ত মহা মহাব্যবস্থাপক খামার, মহা ব্যবস্থাপক বীজ, সদস্য পরিচালকে অনুলিপি কপি দেন। এ বিষয়ে সাব ইজারাদার হামিদ ও খোকন এ প্রতিবেদকে জানান আমরা পুকুরটি সাব ইজারাদার হিসেবে কাজ করছি পুকুরটি মাছ চাষের উপযোগী করতে পুকুরটি খনন করেছি, পাড় বেধেছি, অতিরিক্ত মাটি দিয়ে স্কুলের মাঠ ভরাট করছি। গাছের ডাল দিয়ে পাইলিং করেছি।সামনের রাস্তাটি রক্ষা করেছি আমরা কোন গাছ বিক্রি করেনি বা ক্ষতি করেনি। খামারের উপ পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন ইজারাদারা তাদের কাজের সুবিধার্থে খামার কতৃপক্ষকে না জানিয়ে গাছের গুড়ি পাড়ে উঠিয়ে রাখেন ও ২৪ টি গাছের ডাল দিয়ে পাইলিং করেন। এতে পূর্বকার উপ পরিচালক জাহিদুর রহমান বিগত ৩১/১/২০২৩ তারিখে গাইডওয়াল নির্মানের জন্য কতৃপক্ষের নিকট চাহিদা পাঠান ১৬ লক্ষ ৯১ হাজার ৭০৫ টাকার। সে গাইডওয়ালটি পুকুর খনন ও পাড় বাধার কারণে সরকারি টাকা উপচয় রোধ হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান আমার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। আমি ষড়যন্ত্রের শিকার, এঘটনায় মহেশপুর থানায় জিডিও করা হয়েছে । এবিষয়ে খামারের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন স্যারকে ফাসানো হয়েছে। উনি খামার রাজনীতির ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। বিষয়টি পূর্ণ ও সুষ্ঠ তদন্ত হলে এর আসল ঘটনা বেরিয়ে আসবে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *