পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা থানাপুলিশ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানার ৯ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পরোয়ানার আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানার আসামিরা হলেন, গদাইপুর ইউনিয়নের সোনাই সানা(৪৭), সোলাদানা ইউনিয়নের ওয়াজেদ আলী গাজী(৫০), গড়ুইখালী ইউনিয়নের হান্নান জোয়াদ্দার( ৩৭), কপিলমুনি ইউনিয়নের সাগর সরদার(৫৫), লিচু বেগম(৪৫), লতা ইউনিয়নের মনোজ কুমার মন্ডল(৪৪) ও মাদক ব্যবসায়ী হলেন গদাইপুর ইউনিয়নের গফুর গাজীর ছেলে ওবায়দুল গাজী(২০), রাসেল দফাদার(২৯), মামুন মোড়ল।গ্রেফতার ব্যক্তিদের বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতার- ৯

Leave a Reply