হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা হাজী শামছুদ্দিন এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোর রাতে এই বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দিনের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে আলমারী ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে পালিয়েছে ৭-৮ জনের একটি ডাকাত দল। ০৯/০৮/২০২৩ইং এই বীর মুক্তিযোদ্ধার বাড়ির ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসী জানায়।
এর আগে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া একই স্টাইলে হাজী আজিজ এর বাড়ির লোকজনকে অস্ত্রে মুখে জিম্মি করে নগদ ২৫ লক্ষ টাকা ও ২২ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। তার আগে আরও ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই সাথে কাঠগড়া উত্তর পাড়ার মোঃ আহছানউল্লাহ মাদবরের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে, বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ১০-১১ জনের একটি ডাকাত দল লুটপাট শুরু করে এসময় স্বর্ণ অলংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। আজিজ হাজী বলেন, এ এলাকায় অনেক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে শুধু তার বাড়ির ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
গত ১৪ অক্টোবর ২০২০ইং আশুলিয়ার কাঠগড়ার স্থানীয় বাসিন্দা বাড়ির মালিক আহছানউল্লাহ মাদবর ডাকাতির বিষয়ে বলেন, ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ১০-১১ জনের একটি ডাকাত দল বাড়ির পাশের একটি নারিকেল গাছ দিয়ে উঠে ২য় তালার একটি কক্ষের গ্রিল ভেঙে রুমে প্রবেশ করে প্রথমে আহছানউল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির অন্য সদস্যদের সবার কাছ থেকে আরও ৪টি মোবাইলসহ মোট ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাসার সকল চাবি হাতে নিয়ে সবাইকে বেঁধে ফেলে রেখে ভোর ৪টা পর্যন্ত প্রায় এক ঘন্টাব্যাপী লুটপাট চালিয়ে ডাকাতি করে বাড়ির সামনের গেট খুলে পালিয়ে যায় ডাকাতরা। তিনি গণমাধ্যমকে জানান, তার বাড়িতে ডাকাতির সময় ১০ ভরি স্বর্ণ অলংকার, প্রায় দেড় লাখ টাকা, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়েছে ডাকাতরা। ডাকাতের হামলায় কেউ কোনো আহত হয়েছেন কি না জানতে চাইলে ওই বাড়ির অন্য সদস্যরা বলেন যে, ডাকাতির সময় কেউ আমরা বাঁধা দেইনি, বাড়ির ঘরের সকল চাবি নিয়ে লুটপাট করেছে, এবং ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন হুমকি দিয়ে গেছে বলে তারা জানান।
এর আগে ২০১৫ সালের ২১ এপ্রিল মঙ্গলবার দিনদুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ম্যানেজারসহ ৮জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদশী ও পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন বেলা আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে ১২/১৫ জনের একদল ডাকাত গ্রাহকবেশে ওই ব্যাংকে প্রবেশ করে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাংকের অভ্যন্তরে ম্যানেজারসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে বোমা ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে লুটপাট শুরু করে ডাকাতরা। ডাকাতদের বোমা ও গুলিতে নিহতদের মধ্যে ব্যাংক শাখা ম্যানেজার ওলিউল্লাহ (৪০), নিরাপত্তা রক্ষী ইব্রাহিম (৩০) গ্রাহক পলাশ (৫৫), মুদি দোকানদার মনির (৬০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান (৪০), নুর মোহাম্মদ (৫০), জমির আলী (২৫), ও একজন ডাকাতসহ মোট ৮ জনের মৃত্যু হয় এই পৃথক ডাকাতির ঘটনায়, এমনটি উল্লেখ্য করে আশুরিয়ার উক্ত কাঠগড়ায় ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছেন বলে অনেকেই জানান। উক্ত ডাকাতির বিষয়ে ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করা হবে। পর্ব-১।
আশুলিয়ায় আবারও দুর্ধর্ষ ডাকাতি-স্বর্ণ ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট

Leave a Reply